৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী সমমনা দলগুলো NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কিশোরগঞ্জ:শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ঐতিহাসিক শহিদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়।মিছিলে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা।সমাবেশে বক্তারা বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলেও তারা হুঁশিয়ারি দেন।সমাবেশ থেকে ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো—১. জুলাই...