টিকটকের মার্কিন ব্যবসায় অংশীদার হতে যাচ্ছে আবুধাবির রাজপরিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই চুক্তির অনুমোদন দিয়েছেন। চুক্তির মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার (প্রায় ১০.৫ বিলিয়ন পাউন্ড)। শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন তহবিল এমজিএক্স টিকটক ইউএস-এর ১৫ শতাংশ শেয়ার নেবে এবং নতুন বোর্ডে একটি আসন পাবে। ট্রাম্প বৃহস্পতিবার রাতে সই করা আদেশে চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার জন্য ১২০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এর ফলে টিকটক ইউএস-এর প্রায় ৪৫ শতাংশ মালিকানা যাবে ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবির এমজিএক্সের হাতে। সব মিলিয়ে মার্কিন কোম্পানিগুলো টিকটক ইউএস-এর ৬৫ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণ করবে। ট্রাম্প জানিয়েছেন, বিনিয়োগকারীদের তালিকায় আছেন মাইকেল ডেল এবং রুপার্ট মারডকের ফক্সও। তাঁর ভাষায়, ‘টিকটক ইউএস এখন থেকে সংখ্যাগরিষ্ঠভাবে আমেরিকান মালিকানায় থাকবে। কোনো...