মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যত সমালোচনা হয়েছে, তার তুলনায় কবিতার প্রতি তার অনুরাগ কম আলোচিত। তবু একটি কবিতা আছে যা ট্রাম্প অত্যন্ত পছন্দ করেন এবং জনসম্মুখে নিয়মিত আবৃত্তি করেন। হোয়াইট হাউস গত মাসে এটিকে সংক্ষিপ্ত চলচ্চিত্রে রূপান্তর করেছে। চলচ্চিত্রটির নাম ‘দ্য স্নেক’, যা মূলত অস্কার ব্রাউন জুনিয়রের লেখা একটি গান। এই কবিতা ট্রাম্পের নীতি এবং চিন্তাধারার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। কবিতার শুরু হয় একটি অর্ধেক-বরফ জমা সাপ দিয়ে, যা শিশিরে ভিজে কাঁপছে এবং উষ্ণতার জন্য ভিক্ষা চাইছে। এক ‘দয়ালু নারী’ সাপটিকে মোটা সিল্কের কম্বলে জড়িয়ে আগুনের পাশে রাখে, সঙ্গে মধু ও দুধও দেয়। কিন্তু সাপটি কৃতজ্ঞতার বদলে নারীকে কামড়ে ফেলে। এই ছন্দগুলো ট্রাম্পবাদের সারমর্ম প্রতিফলিত করে, বাইরের কাউকে অতিরিক্ত আপন করে নিলে সে বিষাক্ত প্রতিশোধ দিতে পারে। এভাবেই তিনি...