ময়মনসিংহ নগরীতে প্রখ্যাত বাউলশিল্পী ফরিদা পারভীন স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ভোর থেকে জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে ‘পরম্পরা’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সারাদেশে মাজার ভাঙচুর, ফকির ও আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ারও প্রতিবাদ জানানো হয়। গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের তারাকান্দার ফকির হালিম উদ্দিন আকন্দকে ধরে জোর করে তার চুল, দাড়ি কেটে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ফেইসবুকে ছড়িয়েছে। ফরিদা পারভীন স্মরণানুষ্ঠানে এই ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক ও কবি শামীম আশরাফের চুলও কাটা হয়। পরে শামীম আশরাফ বলেন, “লালনকন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে দেশে কোনো আয়োজন আমরা দেখিনি। ফরিদা পারভীনকে স্মরণ করে আমরা ছোট একটি আয়োজনের চেষ্টা করেছি। সেখানে বাউল-ফকিরদের সংস্কৃতিতে আঘাতেরও আমরা প্রতিবাদ করেছি।” ব্রহ্মপুত্র নদ...