ডেঙ্গু পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। এতো দিন ডেঙ্গুর ধরনে ব্যাথা ও জ্বরের লক্ষণ থাকলেও নতুন ধরনে যোগ হয়েছে ডায়রিয়া। নতুন এই ধরনটির সংক্রমণ বেড়েছে। সংক্রমণের হার শুধু বাড়ছেই না, আক্রান্তের অনুপাতে ডেঙ্গুতে মৃত্যুহার আগের দুই বছরের চেয়েও বেশি। যা ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দেয়। ডেঙ্গুর ধরন পাল্টে যাওয়ায় আগের ধরনের অ্যান্টিবডি নতুন ধরনের ডেঙ্গু রোগীদের শরীরে অকার্যকর। ডায়রিয়ার মতো নতুন উপসর্গ রোগ দ্রুত শনাক্তে বাধা সৃষ্টি করছে। ঢাকা মহানগরীতে...