স্রেফ ১৩৫ রানের পুঁজি নিয়ে যেভাবে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে পাকিস্তান, তা মনে ধরেছে শোয়েব আখতারের। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে একই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে উত্তরসূরিদের খেলার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক গতিময় পেসার। চলতি এশিয়া কাপে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি রূপ নেয় সেমি-ফাইনালে। দুবাইয়ে বৃহস্পতিবার বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে ১১ রানের জয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে জায়গা করে নেয় পাকিস্তান। চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে অল্পে আটকে রাখে বাংলাদেশ। তবে পুঁজি কম হলেও হাল ছাড়েনি সালমান আলি আগার দল। শুরু থেকে দারুণ বোলিংয়ে লড়াই চালিয়ে যায় তারা। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৪ রানে বেঁধে ফেলে বাংলাদেশকে। ১৯৮৪ সালে শুরু এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৭তম আসরে এসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এমনিতে এখন আর ভারত-পাকিস্তান লড়াই জমজমাট হয়...