অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। এবার নিজেকে ‘ভার্জিন’ দাবি করে খুব শিগগিরই বাবা হতে চান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন বলিউড ভাইজান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অ্যামাজন প্রাইমে প্রচারিত দুই বলিউড ডিভা টুইঙ্কল খান্না ও কাজলের নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান ও আমির খান। এদিন অনুমিতভাবেই নানা গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন দুই তারকা। সেখানে তারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও খোলাখুলি কথা বলেন। তবে সব ছাপিয়ে আলোচনায় বিয়ে, সন্তান নিয়ে সালমান খানের মন্তব্য। কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কল মজা করে বলেন, ‘সালমান নিজেই বলে সে ভার্জিন।’ এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতি দেন। সঙ্গে টুইঙ্কল যোগ করেন, ‘আমিরের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ,...