গাজীপুরের টঙ্গী থানার সাহারা মার্কেটে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মো. আল আমিন বাবু (২৩)। শিগগিরই তার বিয়ে করার কথা ছিল। কিন্তু এর আগেই মার্কেটে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাবুর মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হলো। তাদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের কর্মী। নিহত বাবু কুড়িগ্রামের রৌমারী উপজেলার রতন হাওলাদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। আরও পড়ুনমৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন ফায়ার ফাইটার শামীমশতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও চলে গেলেনহতাহত ফায়ার কর্মীদের পরিবারকে ১৩ লাখ টাকা সহায়তা বাবুর...