‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৫’ অনুষ্ঠান। ‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন' প্রতিপাদ্য নিয়ে অক্টোবর মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি ঘোষণা করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের আয়োজনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৫ ঘোষণা করা হয়।আরো পড়ুন:ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতিদিনে শিক্ষার্থী, সন্ধ্যায় দোকানী রুবেল ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব প্রোকৌশলী মো. মুশফিকুর রহমান বলেন, “বাংলাদেশও ডিজিটাল রূপান্তরের যুগে প্রবেশ করেছে। আমাদের সরকারি সেবা, ব্যাংকিং, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের মতো খাতগুলোতে অনলাইন সেবার বিস্তৃতি ঘটেছে। কিন্তু একই সঙ্গে বেড়েছে সাইবার ঝুঁকি। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে একাধিক সাইবার হামলা, সরকারি...