২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ হবে একসঙ্গে তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসর দিয়েই প্রথমবার ফুটবল বিশ্বকাপ হবে ৪৮ দলের। এবার চমক উপহার দিয়ে ফিফা বিশ্বকাপের তিনটি মাসকট উন্মোচন করলো। বিশ্বকাপের তিন মাসকট হলো কানাডার 'ম্যাপল দ্য মুস', যুক্তরাষ্ট্রের 'ক্লাচ দ্য বল্ড ঈগল' আর মেক্সিকোর 'জায়ু দ্য জাগুয়ার'। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, '২৬ বিশ্বকাপ দলের পরিবার আরও বড় হলো, আরও মজার হলো।' কাতার বিশ্বকাপের মাসকট ছিল 'লাইব', যা আরব সংস্কৃতির সঙ্গে ফুটবলের মেলবন্ধন ঘটিয়েছিল। এবার তিন মাসকটকে সাজানো হয়েছে তিন দেশের সংস্কৃতি আর প্রতীককে সামনে রেখে। যুক্তরাষ্ট্রের মাসকট ক্লাচকে বলা হয়েছে 'অ্যাডভেঞ্চারপ্রেমী আর মাঠে সাহসী'। কানাডার মাসকট ম্যাপলকে পরিচয় করানো হয়েছে 'স্ট্রিট-স্টাইল পছন্দ করে, সংগীত ভালোবাসে আর গোলরক্ষক হিসেবে...