প্রতিবেদকের প্রশ্নে ৯৬ হাজার ব্যালট ছাপানোর কথা স্বীকার করেছিলেন কেন—এমন প্রশ্নে জালাল বলেন, “ভিডিওতে দেখবেন, ওই রিপোর্টার একটি হিসাব বলে আমাকে জিজ্ঞেস করেছে, ৯৬ হাজার ব্যালট? তখন আমি বলেছি হ্যাঁ, ওরকমই হবে। কিন্তু সেটা আমি নিজে হিসেব করে বলিনি। কাজের চাপ আর সাংবাদিকের জেরার মধ্যে আমি খেয়াল হারিয়ে ফেলেছিলাম।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানোকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। নিউজ ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়, নীলক্ষেতের জালাল প্রেসে ৯৬ হাজার ব্যালট ছাপানো হয়েছে এবং মক্কা কাটিং হাউসে কাটিং হয়েছে ৮৮ হাজার ব্যালট। ফলে কোথায় গেল ৮ হাজার ব্যালট—এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরাও। তবে জালাল প্রেসের মালিক জালাল দাবি করেছেন, তিনি মোটেও ৯৬ হাজার ব্যালট ছাপাননি। তার ভাষ্য, “আমি ৮৬ হাজারের মতো ব্যালট ছেপেছি। কিছু...