কুমিল্লার মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আড়াই বছরের শিশুসহ একদিনে প্রায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অন্তত ২০ জনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সিরাজুল ইসলাম মানিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাপিতলা, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, রামচন্দ্রপুর উত্তর ও নবীপুর পূর্ব ইউনিয়নের ধনপতিখোলা, দিঘীরপাড়, বিষ্ণুপুর, শ্রীরামপুর, পুষ্করনিরপাড়, পাকগাজীপুর, খামারগ্রাম, সিংহারিয়া, বাখরনগর ও রাজনগর গ্রামে বেশ কয়েকটি বেওয়ারিশ পাগলা কুকুর সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়িয়েছে। এভাবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরো উপজেলায় অর্ধশতাধীক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে...