যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এর পরিচালনায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৭৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, ট্রেইনার (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) মাহবুবুর রহমানসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন। জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা...