নেপালের মানাসলু পর্বতশৃঙ্গে লাল-সবুজের পতাকা উড়ালেন বাংলাদেশের দুই পর্বতারোহী ডা. বাবর আলী ও তানভীর আহমেদ। বৃহস্পতিবার ভোরে তারা সফলভাবে পৌঁছে যান পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুর (৮১৬৩ মিটার) চূড়ায়। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। এই অভিযানের আউটফিটার স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশনের সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারি এই তথ্য জানান। এর মাধ্যমে ইতিহাস গড়লেন দেশের অন্যতম শীর্ষ পর্বতারোহী এভারেস্টজয়ী ডা. বাবর আলী। তিনিই প্রথম বাংলাদেশী, যিনি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করলেন কৃত্রিম অক্সিজেন ছাড়াই। অন্যদিকে, তানভীর আহমেদ তার প্রথম আটহাজারি অভিযানে চূড়ায় পৌঁছে ভাঙলেন আরেকটি ট্যাবু- প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং শিক্ষা ছাড়াই এই উচ্চতায় জয় সম্ভব। তানভীর ও বাবর বাংলাদেশ থেকে নেপালে গিয়েছেন ৫ সেপ্টেম্বর। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৭ সেপ্টেম্বর তারা কাঠমান্ডু থেকে গাড়িতে যান তিলচে...