পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে এক তরুণী ও তাঁর বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই সায়মুনের বিরুদ্ধে। তাঁরা দুজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী তরুণী গলাচিপা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ডায়না আক্তার (২৩) ও তাঁর বাবা রহিম খাঁ (৭০)। গত বুধবার দুপুরে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় তাঁদের মারধর করা হয়। ডায়না আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর বাবার স্লুইস বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বাবাকে সহযোগিতা করেন। বুধবার দুপুরে স্থানীয় বিএনপির নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন মাতব্বর (২৩) তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। প্রতিবাদ জানালে সায়মুন লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ সময় তাঁর বাবা প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। এরপর সায়মুনের সঙ্গে যোগ দেন চরমন্তাজ...