নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ঢাকার পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) সাদিক রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে খবর আসে মাওলানা মামুনুর রশীদ ৩০০ ফিটের নীলা মার্কেট এলাকার একটি মসজিদে রয়েছেন। খবর পেয়েই আমরা সেখানে ছুটে যাই। পরে তাকে পূর্বাচল জামে মসজিদ থেকে বেলা ২টার দিকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।’ এসআই সাদিক রহমান বলেন,...