জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়েত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়াস্থ সিংহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়তের আমীর মাও. আব্দুল মতিন ফুরুকী বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পিআর পদ্ধতি এ দেশের গণমানুষের দাবী। এই দাবীর প্রতি শ্রদ্ধা রেখে পিআর পদ্ধতি ব্যবস্থা করা হোক। যারা পিআর বোঝে না, তারা এক সময় কেয়ারটেকারকেও বোঝত না। এজন্য তাদের কথায় নয়, বাংলাদেশের মানুষ কী চায় তা বুঝতে হবে। এই দেশের ফ্যাসিস্টরা যাদের হত্যা করেছে, সেই হত্যার দৃশ্যমান বিচার না...