৫ পাঁচ কারণে বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসা উচিত বলে মনে করেন বাংলাদেশে কাজ করে যাওয়া এক মার্কিন কূটনীতিক। ৫ পাঁচ কারণে বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসা উচিত বলে মনে করেন বাংলাদেশে কাজ করে যাওয়া এক মার্কিন কূটনীতিক। ভারতীয় পত্রিকা ‘এই বাংলায়’ প্রকাশিত এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে। যদিও কুটনীতিকের নাম উল্লেখ করেনি পত্রিকাটি। সংবাদের শিরোনাম পূবের হাওয়া। ধারাবাকিক পর্ব-৩ নামের ব্লগটি তৈরি করেছেন অনমিত্র চট্টোপাধ্যায়। তিনি বাংলাদেশে কাজ করে যাওয়া মার্কিন কনসুলেটের এক কুটনীতিকের কাছে জানতে চান জামায়াতে ইসলামী কেন এতো জনপ্রিয় তাদের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। এক, তাদের নেতারা উচ্চশিক্ষিত। বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল। দুই, তাদের আচরণ (ম্যানারস) খুব ভদ্র-সভ্য। কথা বলা যায় তাঁদের সঙ্গে। তিন, তারা ফেলে আসা ইতিহাসের কোনও একটি সময়ে ভিন্ন পদক্ষেপ (পড়–ন মুক্তিযুদ্ধ বিরোধিতা)-এর...