সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। এতে রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা ফারুক–ই–আজম শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব বলেন। চট্টগ্রাম ফোরাম আয়োজিত ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনার জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘দেশে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে, তাতে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে। যা রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি...