হায়দরাবাদ গলফ অ্যাসোসিয়েশনে আয়োজিত এক কোটি রুপি প্রাইজমানির ভারতের প্রফেশনাল গলফ ট্যুরের (পিজিটিআই) অংশ তেলেঙ্গানা গলকোনডা মাস্টার্স ২০২৫ জিতে নিয়েছেন বাংলাদেশের তারকা গলফার জামাল হোসেন মোল্লা। গতকাল তৃতীয় রাউন্ড শেষেই ৪ শটের লিড নিয়ে শীর্ষে ছিলেন জামাল। আজ শুক্রবার বৃষ্টির কারণে চতুর্থ রাউন্ড বাতিল হলে ৫৪ হোলের এই টুর্নামেন্টে জামালের শিরোপা নিশ্চিত হয়। ৪০ বছর বয়সী জামাল এর আগেও পাঁচটি পিজিটিআই জিতেছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসরটির প্রথম তিন রাউন্ডে দারুণভাবে ৬১, ৬২ ও ৬৪ স্কোর করেন। তিন...