রেস্তোরাঁর একটি টেবিলের চারপাশের চেয়ারে বসা ছয়জন বৃদ্ধা। সবার মুখে বয়ে যাচ্ছে আনন্দের ঢেউ। প্রত্যেকের মাথার চুলে পাক ধরেছে। তবে তাদের চোখে-মুখে যে আনন্দের উচ্ছ্বাস, তা সব কিছু ছাপিয়ে গিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে দুটো ছবি শেয়ার করেছেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়। এসব পোস্টের ক্যাপশনে ছবির পেছনের গল্পও জানিয়েছেন এই অভিনেত্রী।আরো পড়ুন:আমি এত বোকা মেয়ে মানুষ না: পিয়াএকাত্তরে হারিয়েছি, আজকেও হারাব: চমক শাহনাজ খুশি লেখেন, “রেস্টুরেন্টে ঠিক আমাদের পাশের টেবিলে ছয় বান্ধবী, বান্ধবীই তো, নাও হতে পারে। অথবা পথ চলতে গিয়ে চিনে নেওয়া সারথী! আইসক্রিমের অর্ডার করে, কিশোরীদের মতো খাওয়া শুরু করল।” পরের ঘটনা বর্ণনা দিয়ে শাহনাজ খুশি লেখেন, “চোখ আটকে গেল। এদের চেনা বয়সের ভিড়ে কি আমি আমার মাকে খুঁজছিলাম? না কি অদূর ভবিষ্যতের আমাকে?...