এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য বাংলাদেশর লক্ষ্যটা ছিল ছোট। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের বোলাররা জয়ের জন্য পথটা সহজ করে দিয়েছিলেন। কিন্তু ব্যাটাররা হতাশ করে ফিরিয়েছেন। টানা দুই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়ে এশিয়া কাপের স্বপ্নটা হাতছাড়া করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ফিল সিমন্সও অজুহাত দিয়েছেন লিটনকে নিয়ে। দুবাইয়ের একই মাঠে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচেই ভরাডুবি হয়েছে ব্যাটারদের জন্য। এই দুই ম্যাচেই ছিলেন না লিটন। বাংলাদেশের কোচ ফিল সিমন্স মনে করেন অধিনায়ক লিটন দাসের না থাকাটায় বাংলাদেশকে ভুগিয়েছে। ম্যাচ শেষে সিমন্স বলেন, ‘লিটন যে ফর্মে ছিল, সেটা আমাদের জন্য খুবই জরুরি। অন্য দলের মতো আমাদের সেরকম গভীরতা নেই। আসলে আমরা এখনও এমন দল হইনি, যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা...