উত্তর কোরিয়া ও মিয়ানমারের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তারা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য তহবিল তৈরি করছে এমন একটি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই নেটওয়ার্কটি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে বোমা এবং বোমা তৈরি নির্দেশিকা সংগ্রহ করছিল। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করার পাশাপাশি ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনী কর্তৃক বেসামরিক অবকাঠামোতে নির্বিচারে হামলা বন্ধ করা। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল মিয়ানমার-ভিত্তিক অস্ত্র সংগ্রহকারী সংস্থা রয়্যাল শুনে লেই কোম্পানি...