বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র সম্প্রতি ডেপুটি ম্যানেজার (এইচআর) পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।দেখে নিন পল্লী বিকাশ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম :পল্লী বিকাশ কেন্দ্রপদের নাম :ডেপুটি ম্যানেজার (এইচআর)মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে চাকরির সুযোগপদসংখ্যা :০১টিশিক্ষাগত যোগ্যতা :মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাসঅন্যান্য যোগ্যতা :বাংলা ও ইংরেজি টাইপিংসহ কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং এইচআর সফটওয়্যার ব্যবহার জানা বাধ্যতামূলক।অভিজ্ঞতা :৬ থেকে ৮ বছরচাকরির ধরন :ফুলটাইমকর্মক্ষেত্র :অফিসেপ্রার্থীর ধরন :নারী-পুরুষ (উভয়)বয়সসীমা :সর্বোচ্চ ৪০ বছরকর্মস্থল :সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা। প্রয়োজনে মাঠ...