মেহেরপুরের ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মোহাইমিনুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাইমিনুল সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ভৈরব নদের পারে যায় মোহাইমিনুল। এ সময় বাকিরা গোসলে নামলেও নদে পারে বসে ছিল মোহাইমিনুল। একপর্যায়ে পানিতে পরে যায় সে। সঙ্গীরা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিয়ে উদ্ধারে চেষ্টা চালায়। সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর...