আবারও বিভিন্ন আমদানি পণ্যের ওপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ব্র্যান্ডেড ওষুধের ওপর ১০০ শতাংশ, ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশ, রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুমের ভ্যানিটির ওপর ৫০ শতাংশ, কিছু আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী ১ অক্টোবর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। দ্বিতীয় মেয়াদে আগ্রাসী শুল্কনীতি দিয়ে সবাইকে নাস্তানাবুদ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এসব আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ীরা ভুগছেন সিদ্ধান্তহীনতায় আর বিশ্ব অর্থনীতি পড়ছে গ্যাঁড়াকলে। নতুন সিদ্ধান্তের সাফাই গেয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, অন্যান্য দেশ থেকে এসব পণ্যের বড় ঢল যুক্তরাষ্ট্রে নেমেছে। যেসব ব্র্যান্ডেড বা প্যাটেন্ট করা ওষুধের কারখানা মার্কিন মুলুকে নেই অথবা অন্তত স্থাপনের প্রক্রিয়া শুরু হয়নি, সেসব ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। অন্যান্য...