২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের রাজনীতি করে, জনগণের মানসিকতা বুঝে রাজনীতি করে। দেশবিরোধী বা জনগণবিরোধী রাজনীতি জামায়াতে ইসলামী কখনো করেনি, এখনও করে না।” শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কর্ণফুলী উপজেলার বড় উঠান রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কর্ণফুলী টানেল সংযোগ সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। আনোয়ারা–কর্ণফুলী জামায়াতে ইসলামী আয়োজিত এ কর্মসূচিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবি তুলে ধরা হয়। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে এ সরকার গঠিত...