যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ, ভারী ট্রাক, গৃহ-সামগ্রী ও আসবাবপত্রের ওপর কঠোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘোষণা দেন তিনি। এতে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ পুনরুজ্জীবিত হলো। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গত এপ্রিলে কার্যত সব মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর পাল্টা শুল্ক আরোপের পর এই ঘোষণা প্রেসিডেন্টের নেয়া সবচেয়ে কঠোর বাণিজ্যনীতি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যস ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, আগামী ১ অক্টোবর থেকে আমরা যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করব, যদি না কোনো কোম্পানি আমেরিকায় তাদের ওষুধ উৎপাদন কারখানা নির্মাণ করছে। আলাদা এক পোস্টে তিনি লিখেছেন, অন্যান্য দেশে তৈরি সব ভারী (বড়) ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যাতে যুক্তরাষ্ট্রের পিটারবিল্ট, কেনওয়ার্থ, ফ্রেইটলাইনার, ম্যাক ট্রাকস প্রভৃতি...