ওই একই সময়কালে আসামের কয়েকশো মানুষকে এভাবেই ‘সই’ করানোর নাম করে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এদের অনেককে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, কারও ঠাঁই হয়েছে ‘বিদেশী’দের আটক-শিবিরগুলোয়। তবে অনেকে নিজের বাড়িতে ফিরে আসতে পারলেও ৬৫ বছর বয়সী সাকিনা বেগমের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার। বিবিসি কয়েকদিন আগে জানতে পারে মিরপুরের একটি ঘিঞ্জি অঞ্চলে এক বৃদ্ধা আশ্রয় নিয়েছেন, যার বাড়ি ভারতের আসামে। গুগল ম্যাপে সার্চ করে দেখা গেল যে, ওই বৃদ্ধা যে এলাকার নাম বলছেন, সেই নলবাড়ি আসামের একটি জেলা, সেখানে তার দেওয়া নামের গ্রামও আছে। বিবিসি আসামের নলবাড়ি জেলায় একটি সূত্রের কাছে জানতে চায় যে, বরকুরা গ্রামে সাকিনা বেগম নামে কোনো নারী নিরুদ্দেশ হয়ে আছেন কি না। ঘটনাটি অনেকেরই জানা, তাই কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছিল যে, সাকিনা বেগম...