আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দেশের ক্রিকেট পাড়ায় বইছে উত্তপ্ত বাতাস। হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ। এমনকি বিসিবি ঘেরাওয়ের হুমকিও এসেছে। এরই মধ্যে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে বিসিবি নির্বাচনের কাউন্সিলরদের (ভোটারদের) চূড়ান্ত তালিকা। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। এবারের নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন তামিম। কিন্তু তার কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে বিসিবি নির্বাচন কমিশনের কাছে। গতকাল ছিল সেই আপত্তির উপর শুনানি। শুনানিতে অংশ নিয়েছিলেন তামিম। গতকাল শুনানি শেষে আজ প্রকাশ করা হবে কাউন্সিরদের চূড়ান্ত তালিকা। নির্বাচনি তফসিল অনুযায়ী, বিকেল সাড়ে ৪ টায় কাউন্সিরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। সেখানেই নির্ধারণ হবে আগামী নির্বাচনে তামিম অংশ নিতে পারবেন কি না। গতকাল শুনানি শেষে...