নিহত শিশু তায়েবা স্থানীয় টিটু সরদারের মেয়ে এবং দারুন নাজার মাদ্রাসার নার্সারির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় তায়েবা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি মাইকিং ও পোস্টারিং করেন। শুক্রবার সকালে স্বজন ও এলাকাবাসী পুনরায় শিশুটির খোঁজ শুরু...