ঢাকা: রবিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি।কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় দুই হাজার পূজা বেশি হচ্ছে। ঢাকা মহানগরে এবার ২৫৯টি পূজা হচ্ছে। গত বছর আয়োজন করা হয়েছিল ২৫২টি পূজার। সে হিসাবে মহানগরে ৭টি পূজা বেড়েছে।পূজার আনুষ্ঠানিকতা সর্ম্পকে তিনি জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শেষ হবে।এবার সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলেও জানান তিনি। অভ্যন্তরীণ রুটে রেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চালু রাখার আহ্বান...