চড়া দামের কারণে বাংলাদেশি ইলিশ কিনতে পারছেন না ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারা। তাই শুরু না হতেই বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি। এক হাজার ২০০টন আমদানির অনুমতি থাকলেও ১০দিনে ভারতে পৌঁছেছে মাত্র ৮০টন ইলিশ। ব্যবসায়ীদের আশঙ্কা বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত আমদানির মেয়াদ শেষ হওয়ার আগে ৫০০টন ইলিশও বাংলাদেশ থেকে পৌছাবে না ভারতের মাটিতে। উৎসব উপলক্ষে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মতো ১৬ সেপ্টেম্বর থেকে ইলিশ রপ্তানি শুরু হয়েছিল ভারতে। তবে ইলিশ পৌঁছালেও অন্যান্য বছরগুলোর মত চলতি বছর ইলিশ নিয়ে মাতামাতি একেবারেই লক্ষ্য করা যায়নি পশ্চিমবঙ্গে। কম সরবরাহ ও চড়া দামের কারণে সীমান্তের ওপার থেকে আসা সুস্বাদু ইলিশে কার্যত প্রত্যাখ্যান করেছে কলকাতার মধ্যবিত্ত বাঙালি। স্বাভাবিকভাবেই চাহিদা তলানিতে থাকায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের আমদানিকারকরা। ২১ সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশ...