এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বারের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।আগের দুই ম্যাচেই ভারত জয় পেয়েছে। তবে সালমান আগার নেতৃত্বে পাকিস্তান দল ধীরে ধীরে উন্নতি করেছে, আর এবার ট্রফির জন্য হবে মহারণ। ভারতের বিপক্ষে পাকিস্তানের মানসিকতা বদলের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার মতে, ভারতের ওপর তৈরি হওয়া ‘অভেদ্য ভাবমূর্তি’ ভাঙতে হবে পাকিস্তানকে। শোয়েব আখতার টিভি শো ‘গেম অন হ্যায়’-এ বলেন, ‘নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাদের (ভারতের) অভেদ্য ভাবমূর্তি পাশে সরিয়ে দাও, ভেঙে দাও। এটা ভাবলে হবে না যে, ভারতের বিরুদ্ধে খেলছো। বাংলাদেশের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলেছিলে, সেই মানসিকতা দরকার। ২০ ওভার বোলিং করতে হবে না, উইকেট তুলতে হবে। ’ কৌশলের দিক থেকেও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তার মতে, ভারতীয় ব্যাটার...