আর মাত্র এক সপ্তাহ পরই পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে। সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের বাজার জমে উঠেছে। তবে সরবরাহ কম এবং ক্রেতাদের চাপ বাড়ায় প্রতি কেজি ইলিশের দাম গড়ে ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ক্রেতা ইলিশ কিনতে ভিড় করেন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। কিন্তু দামের ঊর্ধ্বগতির কারণে অনেকে চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে না পেরে হতাশ হয়ে খালি হাতে ফিরে গেছেন। বর্তমানে এই বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ইলিশ কিনতে আসা ক্রেতারা বলছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন দাম...