প্রতিটি খেলোয়াড়ের একসময় থামতে হয়। এবার সেই তালিকায় নাম উঠতে যাচ্ছে সার্জিও বুসকেটসের। খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম ডিফেন্সিভ মিডফিল্ডার। ভিডিও-বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী এই তারকা। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই ফুটবল মাঠকে বিদায় জানাবেন বুসকেটস। বিশ্বকাপজয়ী স্প্যানিশ কিংবদন্তির ইন্টার মায়ামির হয়ে মৌসুম শেষে বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন। বুসকেটসের বড় পরিচয় বার্সেলোনাকে ঘিরেই। ক্লাবটির যুব দল থেকে পরে ১৮ বছর তিনি ছিলেন এই ক্লাবের সঙ্গেই। বার্সেলোনার জার্সিতে সাতশ’র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। জিতেছেন ৯টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। এছাড়া স্পেনের হয়ে খেলেছেন ১৪৩ ম্যাচ। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো, টানা তিন বড় শিরোপায়...