তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে যাদের টাকা ছিল তারা নামিদামি হাসপাতালের পাশাপাশি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে। কিন্তু সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। অনেকেই চিকিৎসা সেবা না পেয়ে দীর্ঘদিন কষ্টে ভোগেছে, কেউ আবার অকালে প্রাণ হারিয়েছে। শুক্রবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী বেলাবো উপজেলার চর উজিলাবো ইউনিয়নে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পে চর উজিলাবো ইউনিয়নসহ পার্শবর্তী ইউনিয়নের প্রায়...