এশিয়া কাপের এবারের আসরে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেছে ভারত। গ্রুপপর্বে তিন ম্যাচে আরব আমিরাত, পাকিস্তান আর ওমানকে হারিয়ে সুপার ফোরে উঠি যায় টিম ইন্ডিয়া। সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় ভারত। অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হেরে গেলেও বাকি দুই ম্যাচে ওমান আর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে উঠে যায়। সুপার ফোরে প্রথম ম্যাচে ফের ভারতের কাছে হেরে ফাইনাল ওঠার শঙ্কায় পড়ে যাওয়া পাকিস্তান; দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে আশা জিইয়ে রাখে। গতকাল অলিখিত সেমিফাইনালে ১৩৫ রান করেও বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠে যায় সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনাল খেলছে ভারত-পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই...