গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আল আমিন বাবুর (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত আল আমিন কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন এবং টঙ্গী রেলওয়ে কলোনিতে বসবাস করতেন। ঘটনার পর থেকে তিনি ঢামেকের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে একই ঘটনায় টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার—শামীম আহমেদ ও নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আল আমিন গুরুতর দগ্ধ ছিলেন। ঢাকা মেডিকেলের...