বলিউড তারকা সালমান খান ও আমির খান গতকাল (২৫ সেপ্টেম্বর) টুইঙ্কেল খান্না এবং কাজলের ‘টু মাচ’ শোতে একসঙ্গে অংশ নিয়েছিলেন। সেখানে চার অভিনেতাকে বেশ উচ্ছ্বসিত অবস্থায় পেয়েছেন অনুরাগীরা। শুধু তাই নয়, একে অপরকে নিয়ে চমকে দেওয়ার মতো মন্তব্যও করেছেন তারা। শুধু তাই নয়, টুইঙ্কেল সালমানকে চিরকুমার বলেও পরিচয় দেন। তিনি বলেন, ‘সালমান ও আমিরের মধ্যে পদবি ছাড়া আর কোনো মিল নেই।’ টুইঙ্কেল রসিকতা করে বলেছেন, সালমান খান নিজেকে ভার্জিন বলে দাবি করেন। সালমানও সেকথা মেনে নেন। এমনকী আমিরের একাধিক বিয়ে নিয়েও মস্করা করতে তাদেরকে দেখা যায়। এই প্রথম নয় যে সালমান তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। ২০১৩ সালে সালমান ‘কফি উইথ করণ’ শোতে নিজেকে ভার্জিন বলে অভিহিত করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে, ‘আমি যাকে বিয়ে করব তার জন্য আমি...