মানিকগঞ্জ ৩ নম্বর আসনের এমপি প্রার্থী (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) জামায়াতের ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, যারা ভারতীয় তাবেদারী করে কেবল মাত্র তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায় না। তিনি মানিকগঞ্জ জেলা সাটুরিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারী করে ভালো নির্বাচন সম্ভব নয়। কাজেই আগামী নির্বাচনে কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে, কালোটাকা ব্যবহার করে নির্বাচন ভন্ডুল করতে না পারে সেজন্য অবিলম্বে সরকারকে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে"র ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি...