বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর (২৬) নামের এক রিমান্ডের আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তিনি মারা যান। সুরতহাল প্রতিবেদন ও আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে। পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সন্দেহে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার সকালে সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানায়। সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে...