নেত্রকোণার মোহনগঞ্জে নিজ ঘরের বারান্দায় পদ্মাবতী দত্ত (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে তার চাচা শ্বশুররা। ঘটনাটি ঘটে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে। পদ্মাবতী দত্ত সৌদি আরবপ্রবাসী সুকেশ করের স্ত্রী। ভুক্তভোগী পদ্মাবতী দত্ত অভিযোগ করেন,“একটি গাছ নিয়ে তর্কের জেরে অধির, রঞ্জন, রঞ্জিত, অনিল, সুধারানী ও ছায়ারানী আমাকে ঘরের বারান্দায় ধরে এলোপাতাড়ি মারধর করে। পরে আমাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করে। আমার স্বামী প্রবাসে, দেবররা ঢাকায় থাকায় আমি একা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছি এবং পরে থানায় মামলা করেছি। এখন সন্তানদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় পদ্মাবতী দত্ত মোহনগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন— অধির কর (৪৫), রঞ্জন কর (৩৮), রঞ্জিত কর (৫৫), অনিল কর (৬০), সুধারানী কর (৩২) ও ছায়ারানী কর (৩০)।...