স্থানীয় বাসিন্দা শাহীন সরদার বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুটির মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন হোক, এটাই আমাদের দাবি।আরেক বাসিন্দা কামরুজ্জামান রাজীব সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভাবতেই পারছি না এভাবে একটি ছোট শিশুর লাশ মিলতে পারে। তাইয়েবা ছিল খুব মায়াবী ও হাসিখুশি মেয়ে। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক।এ বিষয়ে সখীপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। আরেক বাসিন্দা কামরুজ্জামান রাজীব সরদার ক্ষোভ...