দক্ষিণ গাজার একটি কবরস্থানে সমাধিফলকের মধ্যে বালি ও নুড়িপাথর নিয়ে খেলছে তিন শিশু। অন্যদিকে এক কিশোর খালি পায়ে কবরস্থানের মধ্য দিয়ে দুই বালতি পানি বহন করে তাঁবুতে নিখোঁজ হয়ে গেছে। এই ভয়াবহ দৃশ্যগুলো কিছু বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য প্রতিদিনের বাস্তবতা। যারা অন্য কোথাও আশ্রয় খুঁজে না পেয়ে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে তাঁবু স্থাপন করতে বাধ্য হয়েছে। গাজার খান ইউনিস থেকে এএফপি এই খবর জানিয়েছে। তাঁবুর ভেতর থেকে ১১ সন্তানের সঙ্গে চা পান করতে গিয়ে রান্ডা মুসলেহ বলেন, আমাদের আর কোনো উপায় ছিল না। তিনি এএফপি’কে বলেন, বাড়িওয়ালারা মোটা অঙ্কের টাকা চেয়েছেন। ৫০ বর্গমিটার (৫৪০ বর্গফুট) জমির তুলনামূলকভাবে ছোট অংশের দাম মাসে ১ হাজার শেকেল (৩০০ ডলার) পর্যন্ত হতে পারে। বেশিরভাগ গাজাবাসীর জন্য যা অত্যন্ত বেশি। গাজার উত্তরে বেইত...