বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসেবে সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন করার কথা জানিয়েছে র্যাব। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলছে, ঝুঁকি ‘পর্যালোচনা করে’ দুর্গাপূজায় র্যাব কর্তৃক ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করা হয়েছে। পূজার সময় যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি ‘মোকাবিলা’ এবং সার্বিক নিরাপত্তা ‘নিশ্চিত করতে’ গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। যে কোন সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় র্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন রয়েছে। এছাড়া ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের নির্ধারিত এলাকার পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে...