মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবচরের পাঁচ্চর চরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। রাসেল নিহত রানু বেগমের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন। শুক্রবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, প্রায় ৯ মাস আগে রাসেল রানু বেগমের ঘরের একটি কক্ষ ভাড়া নেন। কিছুদিন পর ঘরে চুরির ঘটনা ঘটলে রানু বেগম তাকে সন্দেহ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য তৈরি হয় এবং রাসেলের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম নেয়। এই ক্ষোভ থেকেই গত ২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি রান্নাঘরে অবস্থান নেন।...