রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৫:৩৭ রুহিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন রহিমা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সেনুয়া চামেশ্বরী চৌধুরীহাট এলাকার বাসিন্দা মোছা. রহিমা আক্তার (পূর্বের নাম রিমি রাণী রায়) সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।২৫ সেপ্টেম্বর সালে তিনি ঠাকুরগাঁওয়ের একজন নোটারি পাবলিকের মাধ্যমে শপথনামা (এফিডেভিট) করে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ঘোষণা দেন। শপথনামায় তিনি উল্লেখ করেন, তার পিতা রতিশ চন্দ্র রায় এবং মাতা সুনীতা সাহা রায়ের কন্যা রহিমা আক্তার (পূর্বের নাম রিমি রাণী রায়) ২৩ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে হিন্দু ধর্মে থাকলেও দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ, বিশ্বাস ও আকর্ষণ থেকে তিনি এই ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। রহিমা...