২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা তুলে ধরতে খুলনায় কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। তিনি বলেন, “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। গুজব প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। তাই ভয় না পেয়ে শিক্ষার্থীদের নির্দিষ্ট দিনে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, ইউএনবির...