২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মার্কিন সামরিক বাহিনীর শত শত জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জানা গেছে, এই জেনারেল এবং অ্যাডমিরালদের নিয়ে জরুরিভিত্তিতে ভার্জিনিয়ায় এক জরুরী বৈঠক করবেন তিনি। তবে রহস্যময় ওই বৈঠকের উদ্দেশ্য বা এজেন্ডা স্পষ্ট করা হয়নি। তাই এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম এই বৈঠক নিয়ে প্রতিবেদন করেছে। এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন বলছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বজুড়ে দায়িত্বে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এক বৈঠকে ডেকেছেন। বৈঠকের উদ্দেশ্য এবং সময় স্পষ্ট করা হয়নি, এমনকি সেখানে যারা উপস্থিত থাকবেন তাদের কাছেও এসব অজানা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট...